সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজে দাবা উৎসব
দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরির গ্রেগরিয়ান দাবা ক্লাবের আয়োজনে ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী ‘জাতীয় ইন্টেলেকচুয়াল কার্নিভ্যাল ২০২৫’ সমাপ্ত হয়েছে। এ কার্নিভ্যালে দেশের বিভিন্ন প্রান্তের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুদ্ধিদীপ্ত ও মননশীল শিক্ষার্থীর বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কার্নিভ্যালে দাবাসহ বিভিন্ন ব্রেইনস্টর্মিং ইভেন্ট শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও মজাদার উপায়ে উপস্থাপন করা হয়েছিল। কার্নিভ্যালে একক দাবা, স্পিড কিউবিং, গেম অব থ্রোনস, অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রকার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল দ্য র্যাগনারক নামের একটি অনন্য প্রতিযোগিতা। মেধা ও শারীরিক সমন্বয়ে গড়া এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, দলবদ্ধ কাজ, চ্যালেঞ্জ মোকাবিলা ও মানসিক স্থিরতা পরীক্ষা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ব্রাদার সুবল এল রোজারিও, সিএসসি, প্রশাসক (এইচআর) ও শিক্ষক ডিন, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেইরো, সিএসসি এবং বিশেষ অতিথি ছিলেন গ্রেগরিয়ান আশফাক আহমেদ (ব্যাচ-১৯৭৮), চেয়ারম্যান, ঊর্মি গ্রুপ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং নতুন কিছু শেখার পাশাপাশি বন্ধুত্ব গড়ে তোলে। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যতে আরও বড় আকারে এ কার্নিভ্যাল আয়োজন করা হবে। এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিল তুরাগ অ্যাকটিভ ও গ্রেগরিয়ান ব্যাচ ২০০৮ এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল প্রথম আলো।