ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে ভারতের জেআইএস ইউনিভার্সিটির সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ভারতের জেআইএস ইউনিভার্সিটি, কলকাতার মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ জুন জেআইএস ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান ও জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর সরদার তারানজিৎ সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
জেআইএস ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে মো. সবুর খান শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পারস্পারিক সহযোগিতা চুক্তির বিষয়ে উত্সাহ প্রকাশ করে তিনি বলেন, ‘এই চুক্তি অংশীদারত্ব যৌথ গবেষণা প্রকল্প, ছাত্র ও অনুষদ বিনিময় এবং অন্যান্য সহযোগী উদ্যোগের পথ প্রশস্ত করবে, যা উভয় প্রতিষ্ঠানে শিক্ষাগত অভিজ্ঞতা এবং সুযোগ বৃদ্ধি করবে।’
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি বোম্বের সাবেক পরিচালক অধ্যাপক শুভাশিস চৌধুরী, আইআইটি বোম্বের চেয়ার অধ্যাপক কে এন আজাদ, ইউনিভার্সিটি অব হিউস্টন (ইউএসএ) ও সার্ন-এর (সুইজারল্যান্ড) পদার্থবিদ অধ্যাপক কুমার নায়ক, গুজরাত বায়োটেকনোলজি ইউনিভার্সিটির ডিরেক্টর অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ভোলা থাপা, জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর ও জেআইএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তারানজিৎ সিং এবং উপাচার্য অধ্যাপক ভবেশ ভট্টাচার্য।