যোসেফাইট ম্যাথ ম্যানিয়া শুরু
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ম্যাথ ক্লাব—যোসেফাইট ম্যাথ ক্লাব কর্তৃক আয়োজিত গণিত উৎসব ‘কনফিডেন্স-প্রথম আলো ষষ্ঠ যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) সকালে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের অধ্যাপক আবদুল হালিম। তিনি বলেন, গণিত হলো জ্ঞানের ভিত্তি ও দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণিত সম্পর্কে ধারণা না থাকলে জ্ঞানের অন্যান্য বিষয় অপূর্ণ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সমন্বয়ক সকাল রায়, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি ও যোসেফাইট ম্যাথ ক্লাবের মডারেটর স্বপন কুমার বিশ্বাস।
নতুনত্ব, বাস্তবিক চিন্তাভাবনা যাঁদের কাজের সঙ্গী, সেই তরুণদের মাধ্যমে সব ধরনের শিক্ষার্থীর মধ্যে গণিতের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য যোসেফাইট ম্যাথ ক্লাবের। তারই ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে যোসেফাইট ম্যাথ ম্যানিয়া। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ৪ হাজার ৭৪৩ শিক্ষার্থী এ আয়োজনের বিভিন্ন ক্যাটাগরিতে ১৬টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যোসেফাইট ম্যাথ ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতার একাডেমিক সহযোগী বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, পৃষ্ঠপোষকতা করছে প্রথম আলো ও কনফিডেন্স এবং সহপৃষ্ঠপোষক ছিল প্রাইম ব্যাংক লিমিটেড।