ক্যান্ট কলেজগুলোর মধ্যে উচ্চমাধ্যমিক পর্যায়ে সেরা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
বাংলাদেশের ক্যান্টনমেন্ট পাবলিক কলেজগুলোর মধ্যে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২১ সালের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। আজ বুধবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলোর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ কলেজের সম্মাননা স্মারক ‘সেনাবাহিনী প্রধান ট্রফি’ গ্রহণ করেন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল জি এম আসাদুজ্জামান।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান শ্রেষ্ঠ কলেজের সম্মাননা স্মারক তুলে দেন। বিজ্ঞপ্তি