স্নাতক পাসে ফেলোশিপ, আমেরিকায় কাজ ও ১০ মাসে ৬৮ লাখ টাকা পাওয়ার সুযোগ

ইমপ্যাক্ট ফেলোশিপের অ্যাল্যামনাইছবি: এডুকেশন পাইওনিয়ার্সের ওয়েবসাইট থেকে

আমেরিকাভিত্তিক এডুকেশন পাইওনিয়ার্স শিক্ষাক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন নিয়ে কাজ করে। তারা সম্ভাবনাময় পেশাদারদের ডেটা বিশ্লেষণ, কৌশলগত পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিয়ে থাকে। সংস্থাটি সামার ফেলোশিপ ও ইমপ্যাক্ট ফেলোশিপের মতো ফেলোশিপ দেয়। ২০২৪ সালের জন্য সামার ফেলোশিপে আবেদনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেলেও ইমপ্যাক্ট ফেলোশিপে এখনো আবেদন করা যাবে। এ ফেলোশিপে ১০ মাসে উপবৃত্তি হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে প্রায় ৬৮ লাখ টাকা।

ইমপ্যাক্ট ফেলোশিপের সুবিধা

  • ৫৮ হাজার মার্কিন ডলার (প্রায় ৬৮ লাখ টাকা) উপবৃত্তি, যা পাওয়া যাবে ১০ মাসে। ২৬ মে ১ ডলার সমান ১১৭ টাকা ১৬ পয়সা ধরে হিসাব করা হয়েছে।

  • সঙ্গে থাকবে একটি ভালো নেটওয়ার্কিংয়ের সুযোগসহ অন্য সুবিধা।

আবেদনের যোগ্যতা

  • আগে এই ফেলোশিপ পেয়েছেন এমন কেউ আবেদন করতে পারবেন না;

  • সশরীর আমেরিকায় গিয়ে পূর্ণকালীন কাজ করার জন্য যোগ্য হতে হবে;

  • ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট ডিগ্রি না থাকলেও চলবে;

  • কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

  • যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়াও অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তবে এ ক্ষেত্রে ভিসা-সংক্রান্ত কোনো সহযোগিতা করা হবে না;

  • আবেদনকারীকে এডুকেশন পাইওনিয়ারের উদ্দেশ্য সম্পর্কে প্রতিশ্রুতিশীল হতে হবে এবং পাবলিক এডুকেশন নিয়ে কাজ করার প্রবল ইচ্ছা থাকতে হবে।

আবেদনের প্রস্তুতি যেভাবে

  • আবেদনকারীর পেশাদার কাজের অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, শিক্ষার প্রতি প্রতিশ্রুতি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গির বিষয়গুলো ভালোভাবে তুলে ধরতে হবে।

  • একটি ভালো জীবনবৃত্তান্ত থাকতে হবে। যেখানে আবেদনকারীর কর্মক্ষেত্রে অর্জন ও দক্ষতাগুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে। কীভাবে ভালো জীবনবৃত্তান্ত লিখতে হবে, তা জানতে এবং কিছু উদাহরণ দেখতে ভিজিট করুন এখানে অথবা এখানে

  • দুটি রেফারেন্স দরকার হবে।

জেনে রাখুন

  • আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০২৪

  • বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে ভিজিট করুন: educationpioneers.org/impact-fellowship

  • ফেলোশিপের জন্য চূড়ান্ত নির্বাচিত হওয়ার আগে এডুকেশন পাইওনিয়ার থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

  • ফেলোদের আমেরিকার নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, শিকাগো, সান ফ্রান্সিসকো বে এরিয়া, টেক্সাসের ডালাস, হিউস্টন, অস্টিন অথবা সেন্ট অ্যান্টনিও/সেন্ট্রাল টেক্সাস-এর মধ্যে যেকোনো একটি জায়গায় কাজ করতে হবে এবং কাজ করার সময় সেখানে বসবাস করতে হবে।

  • কাজ হবে মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেটা ও অ্যানালাইসিস, অপারেশনস ও স্ট্র্যাটেজি—এসব বিষয়ের মধ্যে।

প্রয়োজনে যোগাযোগ
ই-মেইল: [email protected]