এইচএসসির প্রস্তুতি: বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
আমার পথ
৩৪. এটা দম্ভ নয়, অহংকার নয়।—উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য কী?
ক. মিথ্যা বিনয়
খ. গুরুকে কুর্নিশ না করা
গ. সত্যের বিরোধিতা করা
ঘ. নিজেকে নিজের কর্ণধার ভাবা
৩৫. একবার আপনারে চিনলে যায়/অচেনারে চেনা—উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের ভাবগত সাদৃশ্য রয়েছে— i. নিজেকে চেনা
ii. নিজ সত্য উদ্ঘাটন
iii. অপরকে জানার চেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. প্রবন্ধকার ভুলকে অবলীলায় স্বীকার করে নিতে প্রস্তুত কেন?
ক. সত্যের আশায়
খ. অর্থের আশায়
গ. পুরস্কারের আশায়
ঘ. শাস্তির ভয়ে
৩৭. প্রবন্ধকারের মতে, মানুষ ক্রমেই ছোট হয়ে যায় কেন?
ক. মিথ্যার আশ্রয়ে
খ. সত্যের বাড়াবাড়িতে
গ. আত্মসত্যকে অস্বীকার করার ফলে
ঘ. বিনয় প্রকাশে
৩৮. আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভের মধ্যে প্রকাশ পায়—
i. আত্ম–অহংকার
ii. আত্মনির্ভরতা
iii. স্বাবলম্বন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কেউ মালা, কেউ তসবি গলায়,
তাইতে কী জাত ভিন্ন বলায়,
যাওয়া কিংবা আসার বেলায়
জেতের চিহ্ন রয় কার রে।
৩৯. উদ্দীপকের ভাববস্তুতে ‘আমার পথ’ প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে?
i. হিন্দু-মুসলমান দ্বন্দ্ব
ii. মানবধর্মে বিশ্বাস
iii. অসাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. বিষয়বস্তু বিবেচনায় উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের কোন চরণটি তুলনীয়?
ক. মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম
খ. আমি আমার কর্ণধার
গ. সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না
ঘ. আমার পথ দেখাবে আমার সত্য
সঠিক উত্তর
আমার পথ: ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ
৩৮. খ ৩৯. গ ৪০. ক
*মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা