এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ

ফাইল ছবি

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বিসিপিএসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা। এসব পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক ওরাল ও ক্লিনিক্যাল পরীক্ষা ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এফসিপিএস পার্ট-১, পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-২ এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী জুলাই এ অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওএসপিই/আইওই/ওরাল, ক্লিনিক্যাল, এফসিপিএস পার্ট-২ (চূড়ান্ত), প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২–এর জন্য ব্যবহারিক ও এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস পরীক্ষা জুলাই ২০২২ অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা মহাখালী বিসিপিএস ভবনে অনুষ্ঠিত হবে।