এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
আমার পরিচয়
২১. ‘আমার পরিচয়’ কবিতায় সার্বভৌম কারা?
ক. ঊনসত্তরের ভোটাররা
খ. ছয় দফার সংগ্রামী
গ. বারো ভূঁইয়া
ঘ. এগারো ভূঁইয়া
২২. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’— এটি বাঙালির কী?
ক. চেতনা খ. প্রাণের কথা
গ. আদি কথা ঘ. বীজমন্ত্র
২৩. কবি পেছনে কী ফেলে এসেছেন?
ক. বীজমন্ত্র খ. পলিমাটি
গ. চরণচিহ্ন ঘ. বিভেদের রেখা
২৪. সৈয়দ শামসুল হক সব বিভেদের রেখা মুছে দিয়ে কিসের ছবি আঁকতে চেয়েছেন?
ক. সাম্যের খ. প্রেমের
গ. বীজমন্ত্রের ঘ. শান্তির
২৫. কবি হাজার চরণচিহ্ন কোথায় ফেলে এসেছেন?
ক. সামনে খ. রাজপথে
গ. বীজমন্ত্রে ঘ. পেছনে
২৬. ‘আমার পরিচয়’ কবিতায় কে বাংলায় কথা বলেন?
ক. ক্ষুদিরাম খ. কবি
গ. তিতুমীর ঘ. অবন ঠাকুর
২৭. কবি বাংলার কোন পথ দিয়ে চলেন?
ক. রাজপথ খ. জলপথ
গ. আলপথ ঘ. স্থলপথ
২৮. কবি কোমল পলিমাটিতে কীভাবে চলেন?
ক. ধীরে ধীরে
খ. আলপথ দিয়ে
গ. লাল রাজপথে
ঘ. বরেন্দ্রভূমে
সঠিক উত্তর
আমার পরিচয়: ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক
২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
*মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা