প্রথম আলো: বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। কিন্তু স্থগিত এসব পরীক্ষা আবার কবে শুরু হবে ?
তপন কুমার সরকার: বন্যা পরিস্থিতির উন্নতি হলেই আবারও আমরা এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করব।
সে ক্ষেত্রে কি এসব পরীক্ষা আসন্ন পবিত্র ঈদুল আজহার পরে শুরু হতে পারে?
তপন কুমার সরকার: যদি দেখা যায়, আগামী এক সপ্তাহের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে গেছে, তাহলে ঈদের আগেও শুরু করতে পারি। বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর।
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ওই বছরের এপ্রিল ও জুনে হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি পরীক্ষা জুনে হতে পারেপ্রথম আলোকে তপন কুমার সরকার
আগামী আগস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা রয়েছে। কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে কি এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যেতে পারে?
তপন কুমার সরকার: পেছাতেও পারে। কারণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতির প্রয়োজন হয়। না হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। সে ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা কিছু সময় পিছিয়ে যেতে পারে।
প্রথম আলো: আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে, সে বিষয়ে কি কোনো পথরেখা করা গেছে?
তপন কুমার সরকার: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ওই বছরের এপ্রিল ও জুনে হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি পরীক্ষা জুনে হতে পারে।