এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১: বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
বায়ান্নর দিনগুলো
৩৫. অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে মরেও শান্তি—এ মনোভাবে মুজিবুর রহমানের যে দিকটি ফুটে উঠেছে-
i. প্রতিবাদী চেতনা ii. দেশপ্রেম
iii. জনগণের প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৬. বঙ্গবন্ধু ও মহিউদ্দিনের শরীর খারাপ হয়েছিল কেন?
ক. রোগে খ. শোকে
গ. চিন্তায় ঘ. অনশনে
৩৭. ‘কিসমত’ বলতে বোঝানো হয়েছে-
ক. ভাগ্য খ. কপাল
গ. কর্মফল ঘ. হতভাগ্য
৩৮. ১৪৪ ধারা বলতে কী বোঝ?
ক. শৃঙ্খলা আইন খ. জরুরি অবস্থা জারি
গ. কল্যাণ আইন ঘ. দমন আইন
৩৯. শেখ মুজিবুর রহমানকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল কেন?
ক. ভ্রমণে যেতে খ. জনসভায় ভাষণ দিতে
গ. ফরিদপুরে নিতে ঘ. গোপালগঞ্জে নিতে
৪০. মাতৃভাষা বলতে কী বোঝায়?
ক. মায়ের মুখের ভাষা খ. পিতার ভাষা
গ. বংশীয় ভাষা ঘ. পৃথিবীর ভাষা
রেইনকোট
১ ‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল?
ক. ভোররাত খ. সকাল
গ. বিকেল ঘ. সন্ধ্যা
২. দরজা খুলতেই কে ঘরে প্রবেশ করল?
ক. মিলিটারি খ. নুরুল হুদা
গ. প্রিন্সিপাল ঘ. পিয়ন
৩. মিলিটারিরা কার কথা শুনেছে?
ক. আকবর আহমদ
খ. ইসহাকের
গ. আফাজ আহমদ
ঘ. আকবর সাজিদের
৪. কে এখন দিনরাত উর্দুতে কথা বলে?
ক. প্রিন্সিপাল খ. নুরুল হুদা
গ. ইসহাক ঘ. আব্দুস সাত্তার
বায়ান্নর দিনগুলো: ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. গ ৪০. ক
রেইনকোট: ১.ক ২. ঘ ৩.গ ৪. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা