দাখিল পরীক্ষা
ফাইল ছবি

চলতি বছরের দাখিল পরীক্ষায় ২৯টি মাদ্রাসার ফলাফল সন্তোষজনক হয়নি। ফল বিপর্যয় হয়েছে। প্রতিষ্ঠানগুলোয় ১০ শতাংশের কম শিক্ষার্থী এ পরীক্ষায় পাস করেছিল। পাসের হার কম থাকা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর ওই ২৯ প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

দাখিলে শূন্য পাস ৯ মাদ্রাসার এমপিও বন্ধে কারণ দর্শানোর নোটিশ

আরও পড়ুন

শূন্য পাস মাদ্রাসাগুলোর এমপিও বন্ধের চিন্তা

শোকজ নোটিশে প্রতিষ্ঠানপ্রধানদের জানানো হয়েছে, মাদ্রাসাগুলোর কম পাসের হার এমপিও নীতিমালা পরিপন্থী। প্রতিষ্ঠানগুলোর এ কর্মকাণ্ড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ওই প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষক-কর্মচারীর এমপিও সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তার জবাব ১৫ দিনের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দিতে শোকজ নোটিশে বলা হয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের।

এমপিওভুক্তির মানে হলো, শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মূল বেতনসহ কিছু ভাতা পান।

  • শিক্ষাপ্রতিষ্ঠানের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

যুক্তরাজ্যের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার বৃত্তি শেভেনিং, আবেদন শুরু