ঢাবি জাপানিজ স্টাডিজে পরীক্ষা দেন ২৬ জন, পাস ২৭: প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

গত ১০ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়/জাপানিজ স্টাডিজে পরীক্ষা দেন ২৬ জন, পাস করেন ২৭ জন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বিভাগটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। তাতে তিনি দাবি করেন, তাঁর বিভাগের প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) কোর্সে কেউ পরীক্ষা ছাড়া ভর্তি হননি। একজন পরীক্ষার্থী অসুস্থ থাকায় তাঁর পরীক্ষা ২২ ডিসেম্বর বিকেলে নেওয়া হয়। ৪০টি আসন পূরণ না হওয়ায় বিভাগীয় পরীক্ষা প্রোগ্রাম পরিচালনা কমিটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়। দুই দফায় মোট ২৯ জন পিএমজেএসে ভর্তি পরীক্ষা দেন। তাঁদের মধ্যে ২১ জন কোর্সটিতে ভর্তি হয়েছেন।

প্রতিবেদকের বক্তব্য

প্রতিবাদপত্রের বক্তব্যেও প্রথম আলোর খবরের সত্যতা প্রমাণিত। বলা হচ্ছে, অসুস্থ থাকায় একজনের পরীক্ষা ওই দিন বিকেলে নেওয়া হয়েছে। এর বাইরে আর কয়জনের পরে পরীক্ষা নেওয়া হয়েছে, সেটা প্রতিবাদপত্রে স্পষ্ট করে বলা হয়নি। এ ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের বক্তব্যেও প্রকাশ পেয়েছে। তিনি প্রথম আলোকে বলেছেন, ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পরে আলাদাভাবে কারও পরীক্ষা নেওয়া যায় না।

আরও পড়ুন