ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু নভেম্বরের প্রথম সপ্তাহে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

নতুন শিক্ষাক্রম অনুযায়ী দেশের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টির মূল্যায়ন শুরু হবে আগামী ৫ নভেম্বর। শেষ হবে ২৮ নভেম্বর। আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক আদেশে এই তথ্য জানানো হয়। একইসঙ্গে সময়সূচিও সংযুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

আদেশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে দেওয়া এই সময়সূচি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে। এরপর ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে তা চালু হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)।
এবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্য শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার।

ষষ্ঠ ও সপ্তমের বার্ষিক মূল্যায়নের রুটিন এখানে দেখুন.pdf
আরও পড়ুন
আরও পড়ুন