পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতি প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) শুরু হবে। সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে তিন পর্বে এই পরীক্ষা নেওয়া হবে। গত মঙ্গলবার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সুত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা বিষয়ে গত মঙ্গলবার সকালে উপাচার্য কার্যালয়ে উপাচার্য এস এম আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদের মধ্যে সহ–উপাচার্য মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শামীম আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট ও কো-ফোকাল পয়েন্ট, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, হল প্রভোস্ট, ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সভায় উপাচার্য জানান, ২৫ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু করে। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। এরপর ২ মে বি ইউনিটের (মানবিক) এবং ৯ মে এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা যথারীতি বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উপাচার্য আরও জানান, পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা হলে লেভেলবিহীন (বোতলের গায়ে নাম সম্বলিত কাগজ) পানির বোতল কেন্দ্রে নিতে পারবেন। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং সার্বক্ষণিক মেডিকেল টিম থাকবে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করবেন। পরীক্ষার্থীদের নিজস্ব বহনকারী গাড়ি পার্কিং করা যাবে ক্যালিকো কটন মিল ও তার বিপরীত পাশের মাঠে। অভিভাবকদের জন্য শেডে বসা ও পানি পানের ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন

সভায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার আগের দিন জেলা শহর ও আশপাশে ফটোকপিয়ার মেশিন বন্ধ থাকবে। পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। ছাত্রাবাসগুলোতে নজরদারী বাড়ানো হবে। কোনো রকম ডিভাইস কেন্দ্রে নেওয়া যাবে না। পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। নারী ও পুরুষ পুলিশ সদস্য, আসনার সদস্য ও রোভার স্কাউট থাকবে।

আরও পড়ুন