ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েসবাইটে এইচএসসি পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করা হয়।

আগামী ২৩ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হয়ে চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। সপ্তাহের শুক্রবার ও শনিবার করে এই পরীক্ষা দুই শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে ব্যবহারিক সব পরীক্ষা শেষ করতে হবে।

বিশেষ নির্দেশনা

  • কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • এইচএসসি পরীক্ষা–২০২২–এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

  • De-Novo রেজিস্ট্রেশনকৃত ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণের প্রথম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

  • প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

  • পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মুঠোফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা ও ব্যবহার নিষিদ্ধ।

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকক্ষ ত্যাগ করা যাবে না।

  • পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

  • শিক্ষার্থীদের নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তা জেনে নিতে হবে।

  • ব্যবহারিক–সংবলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

এইচএসসি পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।