এইচএসসি পরীক্ষায় সাধারণ বোর্ডে ছাত্রী বেশি, মাদ্রাসা-কারিগরিতে পিছিয়ে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাসফাইল ছবি: প্রথম আলো

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী বেশি। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম ও কারিগরিতে ছাত্রীদের চেয়ে ছাত্রের সংখ্যা বেশি। এর মধ্যে কারিগরিতে ছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি কম।

আরও পড়ুন

আজ বুধবার সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরীক্ষার্থীর সংখ্যা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজারের বেশি। এর মধ্যে ছাত্রী ৫ লাখ ৯৪ হাজারের বেশি। আর ছাত্র ৫ লাখ ৩৩ হাজারের বেশি।

আরও পড়ুন
আরও পড়ুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ৮৮ হাজারের বেশি। এর মধ্যে ছাত্র ৪৭ হাজারের বেশি। আর ছাত্রী ৪০ হাজারের বেশি। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ৩৪ হাজারের বেশি। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজারের বেশি। আর ছাত্রী ৬৫ হাজারের বেশি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সাধারণত সামাজিক চর্চা হলো ট্রেডভিত্তিক কোর্সগুলোতে (কারিগরিতে) ছাত্রীদের অংশগ্রহণ কম। এ সময় বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁরা আশা করছেন, এখানেও সমতার পর্যায়ে আসবে।

আরও পড়ুন