চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষার এক ঘণ্টা আগপর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র।
এ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৩ জানুয়ারি। ১৫ জানুয়ারি আবেদন শেষ হওয়ার কথা ছিল, পরে পাঁচ দিন সময় বাড়ানো হয়।
বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৭ম সভার বিবিধ ১৪ নম্বর সিদ্ধান্তক্রমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি থেকে ‘এ’ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোড করা যাবে। সব শেষে ‘ডি-১’ উপইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।
বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রবেশপত্র ডাউনলোডের সময় জানতে এখানে ক্লিক করুন