এইচএসসি ও সমমানের পরীক্ষায় আজ সোমবার ১১টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৯৮ পরীক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার ১ দশমিক শূন্য ৭ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে আজ কাউকে বহিষ্কার করা হয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১১টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ৭১৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহীতে ২৩৬ জন, কুমিল্লায় ৩৫৬, যশোর শিক্ষা বোর্ডে ১৮৯, চট্টগ্রামে ৪৭২, সিলেটে ৩৪৯, বরিশালে ৭৮, দিনাজপুরে ৩৩৭ এবং ময়মনসিংহে ১৬৫ জন অনুপস্থিত ছিলেন।