বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন শেষ করতে হবে। আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) বিএমডিসির নিবন্ধন যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএমডিসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিল কর্তৃক নির্ধারিত নিয়মে আবেদন সম্পন্ন করতে হবে। ২৭ অক্টোবর বিএমডিসির নিবন্ধন যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে ।