আলিম ২০২৪ পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা ৩ ঘণ্টার

২০২৪ সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ৩০ জুন শুরু হবে পরীক্ষা। ওই দিন কোরআন মাজিদ–এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। লিখিত পরীক্ষা শেষ হবে বেলা একটায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া সব মাদ্রাসাপ্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে বলা হয়েছে।
*রুটিন দেখতে এখানে ক্লিক করুন