গুচ্ছের বাণিজ্য বিভাগের ফল প্রকাশ কাল সোমবার

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা
ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দেশের ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯৬ দশমিক ১৯৭ শতাংশ উপস্থিত ছিল। ফলাফল কাল সোমবার প্রকাশ হতে পারে।

ভর্তি পরীক্ষার উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন গণমাধ্যমে এসব কথা বলেন।
উপাচার্য বলেন, পরীক্ষায় ৩ হাজার ৩৩২টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৬৪। পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ৩৪৮ জন। ফলাফল সোমবার প্রকাশ হতে পারে।

ভর্তি পরীক্ষার সব তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) পাওয়া যাবে।
এদিকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এবারও ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছপদ্ধতিতে থাকছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।