ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফরম জমার সময়সীমা বাড়ল
পঞ্চম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার অনলাইনে ফরম জমার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। প্রফেশনাল পরীক্ষার জন্য এখন আগ্রহী পরীক্ষার্থীরা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। যেসব পরীক্ষার্থী অনলাইনে ফরম জমা দিয়েছেন কিন্তু এখনো ফি পরিশোধ করেননি, তাঁদের ৬ ফেব্রুয়ারির মধ্যে ফি পরিশোধ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ না করা হলে তাঁদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হবে না।