বিএসএমএমইউর রেসিডেন্সির লিখিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানের রেসিডেন্সির এমডি ও এমএস কোর্সের দুই ফ্যাকাল্টির লিখিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-২০২৪ প্রোগ্রামের বেসিক সায়েন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স এবং বেসিক ডেনটিস্ট্রি ফ্যাকাল্টির পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে নয়টায় শুরু হবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত এসব পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২১৯ জন শিক্ষার্থী অংশ নেবেন।

বিএসএমএমইউর বিজ্ঞপ্তি দেখুন এখানে

আরও পড়ুন