এইচএসসির ইংরেজি মাধ্যমের কেন্দ্র তালিকা প্রকাশ

ফাইল ছবি

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে। এ পরীক্ষায় ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ইংরেজি মাধ্যমের পরীক্ষার জন্য ঢাকায় চারটি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের তালিকা প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।

কেন্দ্র তালিকায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৩–এর কেবল ঢাকা মহানগরের ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের জন্য উল্লিখিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। উল্লেখিত, চারটি কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে ঢাকা মহানগরের ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলা ভার্সন শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের নাম পরবর্তী সময় জানানো হবে। এ তালিকার বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করা ইংরেজি ভার্সনের শিক্ষার্থী থাকলে উক্ত তালিকা ২২ মার্চ থেকে আগামী ৫ এপ্রিলের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এক কপি এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখার সেকশন অফিসারের কাছে এক কপি হাতে হাতে জমা দিতে হবে। মূল কপি স্ক্যান করে [email protected]মেইলে পাঠাতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে না।