চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, চার ইউনিট ও উপ-ইউনিটের প্রবেশপত্র প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার চার ইউনিট ও উপ-ইউনিটের প্রবেশপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখন শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রতিটি পরীক্ষার আগপর্যন্ত ডাউনলোডের সুযোগ পাবেন তাঁরা। ১৩ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, এ ও বি ইউনিট এবং বি-১ ও বি-২ উপ-ইউনিটের আবেদনকারী প্রার্থীরা তাঁদের প্রোফাইলের Application Tab থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

১৩ ফেব্রুয়ারি থেকে এ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোড শুরু হয়। আগামী ৮ মার্চ ডি-১ উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রতিটি পরীক্ষার এক ঘণ্টা আগপর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

১ মার্চ এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ৮ মার্চ বি ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন