এইচএসসিতে ঢাকা কলেজে দুজন ছাড়া সবাই পাস

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে দুজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন। এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ১৫৩ জন। আর পাস করেছেন ১ হাজার ১৫১ জন।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

আরও পড়ুন

ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। গতবার এই হার ছিল ৯৯ দশমিক ৯১ শতাংশ। গত বছর পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ১৬৩ পরীক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই পাস করেছিলেন।

এবার ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ১৪৭ জন। অর্থাৎ, এবার ৬৬টি জিপিএ-৫ কমেছে।

এইচএসসি পরীক্ষায় ভালো ফল হলেও ঢাকা কলেজের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আজ দুপুর ১২টার দিকে ঢাকা কলেজে সরেজমিনে কথা বলার জন্য শুধু দুজন এইচএসসি পরীক্ষার্থীর দেখা পাওয়া গেলেও ফল সন্তোষজনক না হওয়ায় তাঁরা কথা বলতে চাননি।

কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম মিলনায়তনের সামনে ভর্তি ও পরীক্ষাসংক্রান্ত কাজে উচ্চমাধ্যমিক ও স্নাতক-স্নাতকোত্তরের কিছু শিক্ষার্থীকে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়। কলেজ ক্যাম্পাসেও কিছু শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখা যায়।

আরও পড়ুন

ঢাকা কলেজের একজন কর্মচারী বলেন, এখন অনলাইনেই ফল পাওয়া যায় বলে ফল জানতে কলেজে আর আগের মতো ভিড় জমে না। তবে বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষার্থী কলেজে এসে নিজেদের ফল জেনে গেছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজে এবার এইচএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ১৫৩ জন, উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৫১ জন। উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৮১ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও তিনজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।