জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলার কথা ছিল। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে চলবে ২৭ জুন পর্যন্ত।
পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় (প্রতিদিন): বেলা ১টা। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের রুটিন দেখুন এখানে