ঢাবি অধিভুক্ত ৭ কলেজ, মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ
কোলাজ: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২ সালের মাস্টার্স (স্নাতকোত্তর) শেষ পর্বের নিয়মিত পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের নিয়মিত পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের আবেদন ফরম অনলাইনে পূরণ করে আগামী ৮ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে বা বিভাগীয় অফিসে জমা দিতে হবে। কলেজ থেকে অনলাইনে ভেরিফাই করতে হবে ১০ অক্টোবরের মধ্যে এবং ব্যাংক ড্রাফট সম্পন্ন করতে হবে ১১ অক্টোবরের মধ্যে।

আরও পড়ুন
আরও পড়ুন

পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নিয়ম—
* পরীক্ষার্থীদের পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা মূল প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
* পরীক্ষার্থীর প্রবেশপত্রে উল্লিখিত নির্দিষ্ট বিষয় বা পত্র কোড ছাড়া অন্য কোনো বিষয় বা পত্র কোডের পরীক্ষায় অংশগ্রহণ করলে তাঁর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
* পরীক্ষার সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট কলেজ বা কেন্দ্রগুলোয় প্রেরণ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
* পরীক্ষার্থীরা নিজ নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না।
* একজন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য কোনো পরীক্ষার্থীকে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ বহন করবেন।

আরও পড়ুন
আরও পড়ুন