আইইএলটিএস রিডিংয়ে হেডিং ম্যাচিং দ্রুত সমাধানের ৭টি কৌশল

বিদেশে পড়তে যাওয়ার আগে চাই ভালো আইইএলটিএস স্কোর। মডেল: শিমু ও সামিছবি: প্রথম আলো

ইংরেজি ভাষায় দক্ষতার প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএসের লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং অংশের মধ্যে রিডিং অংশ অনেকের কাছে তুলনামূলক কঠিন মনে হয়। রিডিংয়ের তৃতীয় অংশে হেডিং ম্যাচিং মেলাতে গিয়ে অনেকে সমস্যায় পড়েন। হেডিং ম্যাচিং খুব সহজে সমাধান করার সাতটি পরামর্শ আজ আলোচনা করা হলো। আশা করি এসব পরামর্শ অনুসরণ করলে হেডিং ম্যাচিং নিয়ে পরীক্ষার্থীদের দুশ্চিন্তা করতে হবে না।

রিডিং অংশের হেডিং ম্যাচিং দ্রুত সমাধানের সাত কৌশল—

রিডিং অংশের তৃতীয় অংশ মানেই একটু জটিল, একটু বড়। অনেকটা একাডেমিক আর গবেষণাভিত্তিক। এই অংশে প্রায়ই আসে হেডিং ম্যাচিং প্রশ্ন, যেটা অনেকের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।

*পরামর্শ-১: পুরোটা না, প্রথম লাইনটা পড়তে হবে

প্রতিটি প্যারাগ্রাফের মূল আইডিয়াটা সাধারণত প্রথম বা দ্বিতীয় লাইনে থাকে। পুরো প্যারাগ্রাফ না পড়ে, শুধু প্রথম ২-৩ লাইন মন দিয়ে পড়লেই হেডিং খুঁজে পাওয়া সম্ভব।

যেমন: If the paragraph starts with ‘In the late 19th century, scientists discovered a new method of treating infections…’। তাহলে heading এ ‘A medical breakthrough in the 19th century’ টাইপের কিছু থাকলে সেটা মিলিয়ে দেখা যায়।

আরও পড়ুন

*পরামর্শ-২: হেডিংগুলো আগে পড়া—

প্যাসেজ পড়ার আগে সব হেডিং একবার পড়ে রাখতে হবে। এতে ব্রেনে একটা ধারণা থাকবে যে কী ধরনের ইনফরমেশন প্যাসেজে খুঁজতে হবে। এটা একদম গুগল ম্যাপের মতো, আগে দিকটা জানলে পথ খুঁজে পেতে সহজ হয়।

*পরামর্শ-৩: একই ধরনের (Similar) শব্দ চিনতে শেখা—

আইইএলটিএসে কখনো সরাসরি হেডিংয়ের নির্দিষ্ট শব্দে প্যারাগ্রাফে দেয় না। তারা সমার্থক বা পরিবর্তিত শব্দ ব্যবহার করে।

উদাহরণ: Heading: ‘Causes of pollution’

Paragraph: ‘Air is becoming toxic due to industrial activities…’

এখানে ‘Causes’ = ‘due to industrial activities’

‘Pollution’ = ‘air becoming toxic’

লেখক

*পরামর্শ-৪: সব হেডিং ব্যবহার করতে হবে না—

আইইএলটিএসের প্রশ্নের ফাঁদ হলো অতিরিক্ত হেডিং দিয়ে রাখে, যাতে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়, সময় নষ্ট করে। তাই সব হেডিং ব্যবহার করতে হবে এমন না। এগুলো থেকে বেছে নিতে হবে যেগুলো সত্যিই ম্যাচ করে।

*পরামর্শ-৫: প্যারাগ্রাফে যদি দুটি হেডিং মনে হয়, সবচেয়ে স্পেসেফিকটাই বেছে নিতে হবে

অনেক সময় একটি প্যারাগ্রাফে দুটি হেডিংয়ের মতো মনে হয়। তখন যেটা সবচেয়ে স্পষ্টভাবে প্যারাগ্রাফের মেইন আইডিয়া বোঝায়, সেটাই বাছাই করতে হবে।

*পরামর্শ-৬: অনুশীলনেরর সময় প্যারাগ্রাফ শিখতে হবে, ভোকাবুলারি না

আমরা অনেক সময় ভাবি ভোকাবুলারি কম বলে বুঝতে পারছি না। আসলে অনেক সময় বড় ভোকাবুলারি দরকার পড়ে না, শুধু বুঝতে হয় মেইন আইডিয়া। প্রতিদিন একটি করে ক্যামব্রিজ বই থেকে অনুশীলন করলে ধীরে ধীরে হেডিং ম্যাচ করার ক্ষমতা বাড়বে।

আরও পড়ুন

*পরামর্শ ৭: নিজের ভাষায় মনে মনে হেডিং অনুবাদ করতে হবে

আরও পড়ুন

হেডিংগুলো পড়ার সময় মনে মনে বাংলায় ভাবতে হবে। যদি বলা হয়, একটি আবিষ্কারের কথা। তারপর প্যারাগ্রাফে সেই মিলটা খুঁজতে হবে। এইভাবে ম্যাচ করাটা অনেক সহজ হয়ে যায়।

রিডিংয়ের তৃতীয় অংশে অনেকেই সময় পান না। তাই হেডিং ম্যাচিং প্রশ্নগুলো শুরুতে সমাধান করতে হবে, যেগুলো সহজ মনে হয়। যেটা কঠিন মনে হবে, সেগুলো পরে করতে হবে। রিডিংয়ে সফল হওয়ার জন্য দরকার কৌশল আর নিয়মিত অনুশীলন। হেডিং ম্যাচিং কঠিন মনে হলেও এই পরামর্শগুলো মন দিয়ে চর্চা করলে ধীরে ধীরে সহজ হয়ে যাবে।

আরও পড়ুন