পরীক্ষার খাতা মূল্যায়নে ভুলসহ কয়েকটি কারণে কারিগরি বোর্ডের ৬ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ

কারিগরি শিক্ষা বোর্ড

এ বছরের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল করা, কাজে গাফিলতি, লিথো কোড ছাড়া উত্তরপত্র গ্রহণের দায়ে ছয় পরীক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাঁদের এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল রোববার এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুল, লিথো কোড ছাড়া উত্তরপত্র গ্রহণ, ভুল বৃত্ত ভরাট, প্রাপ্ত নম্বর কম-বেশি হয়েছে। আপনাদের গাফিলতি বা অমনোযোগী হওয়ার কারণে শিক্ষার্থীদের ফলাফলে চরম ক্ষতি হয়েছে। একজন পরীক্ষকের ক্ষেত্রে এটি সুস্পষ্ট কর্তব্যে অবহেলার শামিল, যা কখনই কাম্য হতে পারে না।

আরও পড়ুন

যাঁদের শোকজ করা হয়েছে

• মোছা. মরিয়ম খাতুন, সিনিয়র শিক্ষক দ্য ওল্ড কুষ্টিয়া হাইস্কুল, হাটশ হরিপুর, সদর, কুষ্টিয়া ।
• মোছা. কামরুন নাহার, সহকারী শিক্ষক, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়, চুয়াডাঙ্গা, সদর, চুয়াডাঙ্গা ।
• মো. আবদুল মান্নান, সহকারী শিক্ষক (ভাষা) হেমনগর শশীমুখী উচ্চবিদ্যালয়, হেমনগর, গোপালপুর, টাঙ্গাইল।
• সাদ্দাম খন্দকার, ইংরেজি শিক্ষক, আবদুর রহিম টেকনিক্যাল ইনস্টিটিউট, সদর, নরসিংদী।
• মো. মোস্তাইন বিল্লাহ, ট্রেড ইনস্টিটিউট আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পাবলা, দৌলতপুর, খুলনা।
• মো. শামসুল আলম ট্রেড ইনস্টিটিউট ধর্মপুর এস আই ডি (ভোক) স্কুল ও কারিগরি কলেজ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

শোকজপত্রে জানানো হয়, এসব পরীক্ষকেরা খাতার ভেতরে নম্বর প্রদান করা আর খাতার প্রাপ্ত নম্বরে যোগফলে ভুল করেছেন। এ ছাড়া প্রাপ্ত নম্বরের ঘরে ভুলসংখ্যা, অস্পষ্ট নম্বর, ম্যানুয়াল মার্কশিটে কাটাঘষা, প্রধান পরীক্ষকের ঘরে নম্বর প্রদান এবং ভুল বৃত্ত ভরাট, ম্যানুয়াল নম্বরপত্রের ঘরে কাটাকাটি, পাস নম্বরের নিচে আন্ডারলাইন করাসহ বিভিন্ন গাফিলতি করেছেন।

আরও পড়ুন