কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, সামান্য ত্রুটির তাৎক্ষণিক সমাধান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৬৪৬ জন পরীক্ষা দিয়েছেন, যা শতাংশের হিসাবে উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩ শতাংশ। আজ বেলা তিনটায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৫ এপ্রিল বিকেল চারটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে সি ইউনিটের (ব্যবসা শিক্ষা অনুষদ) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সি ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২টি আবেদন জমা পড়ে। ফলে আসনপ্রতি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ৪১ শিক্ষার্থীর।
সি ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘পরীক্ষার সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য কিছু ত্রুটি থাকলেও সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
ফেনী থেকে পরীক্ষা দিতে আসা রাবেয়া আক্তার বলেন, ‘পরীক্ষা খুবই ভালো হয়েছে। প্রশ্নপত্রও ভালো হয়েছে। চান্স পাব বলে আশা করছি।’
তৌহিদ হোসেন নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। আমার প্রস্তুতি কম থাকার পরও পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশা করছি, এখানে টিকে যাব।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৪। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০টি আসনের বিপরীতে এ, বি ও সি—তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২টি। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ী এলাকাসহ কুমিল্লা নগরের ৩০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বছর এ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য লড়বেন ৯৩ জন। এ ছাড়া বি ইউনিটের (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল চারটায়। এই ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন। এতে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৪ শিক্ষার্থী।