আইইএলটিএসে লিসেনিংয়ে দক্ষতা বাড়ানোর ১০ টিপস

সাবটাইটেলসহ ইংরেজি সিনেমা দেখার চর্চা আপনাকে ইংরেজি শিখতে সাহায্য করবে
ছবি: সুৃমন ইউসুফ

‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম’কে সংক্ষেপে বলা হয় আইইএলটিএস। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ে এই পরীক্ষা অনেক জনপ্রিয়।

ভিনদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ থাকে। আপনার প্রস্তুতি শুরু করার আগে, আইইএলটিএস পরীক্ষার ফরম্যাটটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিকিং (বলা), লিসেনিং (শোনা), রাইটিং (লেখা) ও রিডিং (পড়া)—এ চার অংশ মিলিয়ে নেওয়া হয় আইইএলটিএস পরীক্ষা। এ চার অংশের পরীক্ষার একটি ‘শোনা’ (লিসেনিং)।

ইংরেজিতে কার্যকর যোগাযোগের জন্য শুধু কথা বলা এবং লেখায় ভালো হলেই হয় না, সঙ্গে সঙ্গে ইংরেজি শুনে বুঝতে পারাও জরুরি। বিদেশিদের ভাষা বোঝার জন্য, কথোপকথন অনুসরণ করার জন্য এবং সামগ্রিক ভাষার দক্ষতার জন্য শক্তিশালী শ্রবণদক্ষতা বিকাশ করা গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান বা আপনার ইংরেজি শোনার ক্ষমতা বাড়াতে চান, তবে এ ১০টি টিপস অনুসরণ করতে পারেন—

১. অ্যাকটিভ লিসেনিং

অ্যাকটিভ লিসেনিং বা সক্রিয় শ্রবণ আপনার শোনার দক্ষতা উন্নয়ন করার একটি মূল উপাদান। বক্তা যা যা বলছেন তা ভালোভাবে খেয়াল করুন। বক্তার বার্তাটি বোঝার জন্য সচেতনভাবে চেষ্টা করুন। এর অর্থ হলো বক্তার প্রতি আপনার সম্পূর্ণ মনোযোগ দিতে হবে।

২. নানান কিছু শুনুন

বিভিন্ন উচ্চারণে ইংরেজি শুনুন। বিভিন্ন উচ্চারণের ইংরেজিতে কথোপকথন, উচ্চারণ ও বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হন। পডকাস্ট শুনুন, সিনেমা দেখুন, টিভি শো এবং সংবাদ প্রোগ্রাম দেখুন। বৈচিত্র্যময় সরঞ্জামে এগুলো শুনুন দেখুন। এগুলোকে আপনাকে কথা বলার বিভিন্ন ধরন ও শৈলীর সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং আপনার শব্দভান্ডারকে প্রসারিত করতে সহায়তা করবে।

৩. সাবটাইটেল ব্যবহার করুন

ইংরেজিতে সিনেমা বা টিভি শো দেখার সময় সাবটাইটেল চালু করুন। এতে আপনাকে কথ্য শব্দগুলোকে তাদের লিখিত রূপের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে, শব্দভান্ডার এবং উচ্চারণ সম্পর্কে আপনার ধারণা বাড়াবে।

আরও পড়ুন

৪. নিয়মিত অনুশীলন

যেকোনো দক্ষতার উন্নতির জন্য নিয়মিত অনুশীলন অপরিহার্য। ইংরেজি শোনার জন্য দিনের একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। এর মধ্যে অডিও শোনা, অন্য ভাষা ইংরেজি করা বা এমন সেশনে অংশ নেওয়া এবং কথোপকথন চালিয়ে যেতে পারেন।

৫. নোট নেওয়া

কারও বক্তৃব্য শোনা, পডকাস্ট বা কোনো কথ্য বিষয়বস্তু শোনার সময় নোট নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ অভ্যাস গড়ে উঠলে আপনি দুটি সুবিধা পাবেন। প্রথমত, এ প্রক্রিয়া আপনাকে মূল পয়েন্টগুলো মনে রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, মূল বিষয় সম্পর্কে বুঝতে এবং বোঝার ক্ষমতাও বাড়িয়ে তুলবে।

৬. ধীরগতির অডিও শুনুন

স্থানীয় ভাষাভাষীদের ভাষা যদি আপনি বুঝতে না পারেন, তবে আপনার সুবিধার জন্য প্রযুক্তি ব্যবহার করুন। অনেক অডিও এবং ভিডিও প্ল্যাটফর্ম আপনাকে প্লেব্যাকের গতি কমানোর অনুমতি দেয়, আপনাকে তথ্য প্রক্রিয়া করতে এবং বোঝার উন্নতি করতে আরও সময় দেয়।

আরও পড়ুন

৭. পুনরাবৃত্তি চালিয়ে যান

আপনি যা শুনেছেন তা পুনরাবৃত্তি করুন, মানে বারবার শুনুন। আপনার নিজের কথায় তা ব্যাখ্যা করুন। এ প্রক্রিয়া বিষয়বস্তু সম্পর্কে আপনার ধারণাকে আরও স্পষ্ট করবে। এটি শুধু আপনার শোনার দক্ষতাই উন্নত করে না, বরং আপনার কথা বলার এবং শব্দভান্ডারকেও উন্নত করে।

৮. ইংরেজি ভাষা শিক্ষার গ্রুপে যোগ দিন

ইংরেজি ভাষার গোষ্ঠী বা আলোচনা ফোরামে অংশগ্রহণ স্থানীয় ভাষাভাষীদের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ করে দেয়। বিভিন্ন মতামত এবং অভিব্যক্তি শোনা আপনাকে বিভিন্ন যোগাযোগশৈলীর সঙ্গে পরিচয় করাবে।

আরও পড়ুন

৯. ইন্টারেক্টিভ লার্নিং অ্যাপস

ভাষা শেখার অ্যাপগুলো ব্যবহার করুন, যা শোনার অনুশীলনে গুরুত্ব দেয়। এ অ্যাপগুলোতে ইন্টারেক্টিভ কথোপকথন, উচ্চারণ এবং বোঝার কুইজ থাকে, যা আপনাকে মজাদার এবং আকর্ষণীয় উপায়ে অনুশীলন করতে সহায়তা করে।

১০. ফিডব্যাক নেওয়া

স্থানীয় ভাষাভাষী বা ভাষাশিক্ষকদের কাছ থেকে আপনার উচ্চারণ, কথা বলার কৌশল সম্পর্কে ফিডব্যাক বা প্রতিক্রিয়া জেনে নিন। গঠনমূলক সমালোচনা উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই আপনার অনুশীলনের রুটিনে এ প্রতিক্রিয়াটি অন্তর্ভুক্ত করে নিন। ইন্ডিয়া টুডে ও এনডিটিভি অবলম্বনে অস্মিতা বিশ্বাস

আরও পড়ুন
আরও পড়ুন