বাউবির বিএজিএড প্রোগ্রামের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাউবির বিএজিএড প্রোগ্রামের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ও ষষ্ঠ সিমেস্টার পরীক্ষা ২৩ মে শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ১৮ জুলাই। চতুর্থ সিমেস্টার পরীক্ষা ২৪ মে শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই। গতকাল সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত রুটিনে বলা হয়েছে, পরীক্ষার তত্ত্বীয় অংশ সকাল ৯টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। ব্যবহারিক অংশ চলবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রথম দিন দ্বিতীয় সেমিস্টারের মাঠ ফসল উৎপাদনের কৌশল (তত্ত্বীয়), মাঠ ফসল উৎপাদনের কৌশল (ব্যবহারিক) ও ষষ্ঠ সিমেস্টারের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন চতুর্থ সিমেস্টারের কোনো পরীক্ষা নেই।