আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ, দেখুন বিস্তারিত
আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটসে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে নম্বর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী ১ম দফায় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করা হলো।
সংশ্লিষ্ট সরকারি আইএইচটি ও ম্যাটসসমূহের অধ্যক্ষরা আগামী ১৩ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ২৯ জানুয়ারির মধ্যে ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রেরণ করবেন। সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি শিক্ষার্থীদের সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট হতে জানা যাবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ’র কার্যালয় থেকে জানা যাবে।
ভর্তির সময় যে যে কাগজপত্র প্রয়োজন:
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি/সমমান পরীক্ষায় পাসকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।
৩. এসএসসি সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/মূল প্রশংসাপত্র।
৪. স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।
৫. পাঁচ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (এক কপি সত্যায়িত বাকি চার কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে)।
৬. সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকরির প্রত্যয়ন পত্র।
৭. মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার জারিকৃত বিধি-বিধান অনুসরণ করা হবে।
৮. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ এবং অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র ।অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।