জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় আবার বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, অনলাইনে ২০ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল রোববারের বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়ন ৭ থেকে ২১ মের মধ্যে। কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ২১ থেকে ২৬ মের মধ্যে।

আরও পড়ুন

এ ছাড়া ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাঁদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি+, সি ও ডি গ্রেড প্রাপ্ত পত্রগুলোর মধ্যে সর্বোচ্চ দুটি পত্রে মানোন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন। ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষে এক বা একাধিক কোর্সে যাঁরা এফ গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) অথবা অনুপস্থিত, তাঁরা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব মিলিয়ে পাঁচ হাজার টাকা বিশেষ ফি দিয়ে আবেদনের ফরম পূরণ করতে পারবেন। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন