জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রথম মেধাতালিকায় ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্কাপতিবার প্রকাশ করা হয়েছে।

প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ৩১ মে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে মোট আবেদনকারী পরীক্ষার্থী ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ জুন তারিখ থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আরও পড়ুন

পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে।