ক্যাডেটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : কপ-৩০ অনুষ্ঠিত হয় ব্রাজিলে

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে

সাধারণ জ্ঞান

প্রশ্ন: জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নকশাকার কে?

উত্তর: আবু আব্দুল হালিম চঞ্চল।

প্রশ্ন: আবু সাঈদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম ‘উন্নত মম শীর’–এর শিল্পী কে?

উত্তর: শিল্পী শহীদ কবির।

প্রশ্ন: বাংলাদেশ LDC ভুক্ত হয় কত সালে?

উত্তর: ১৯৭৫ সালে।

প্রশ্ন: বাংলাদেশ LDC তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বের হবে কত সালে?

উত্তর: ২৪ নভেম্বর ২০২৫ সালে।

প্রশ্ন: রাফায়েল যুদ্ধবিমান কোন দেশের তৈরি?

উত্তর: ফ্রান্স।

প্রশ্ন: COPএর পূর্ণরূপ কী?

উত্তর: Conference of the Parties.

প্রশ্ন: জাতিসংঘের জলবায়ু সম্মেলন (প্রথম কপ) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: জার্মানির বন শহরে, ১৯৯৫ সালে।

প্রশ্ন: জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩০) কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ব্রাজিলের বেলেম সিটিতে।

প্রশ্ন: কপ-৩০ সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবির জলবায়ু সনদ প্রকাশ করে?

উত্তর: ২৬ দফা।

প্রশ্ন: নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির জন্মস্থান কোথায়?

আরও পড়ুন

উত্তর: উগান্ডার কাম্পালায়।

প্রশ্ন: ‘ইলেকটোরাল কলেজ’ কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচক সংস্থা।

প্রশ্ন: ইলেকটোরাল কলেজের সদস্যসংখ্যা কয়টি?

উত্তর: ৫৩৮টি।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কয়টি?

 উত্তর: ৫০টি।

  • মো. আবু সুফিয়ান, শিক্ষক
    আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা