ঘূর্ণিঝড় মোখায় চবির ক্লাস-পরীক্ষা স্থগিত, ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঘূণিঝড় মোখার প্রভাবের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববার ও পরশু সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা যাছাই করে আগামীকাল এ সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য বেনু কুমার দে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে আগামীকাল ও পরশু বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে।চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবত রাখা হয়েছে।

আজ শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে এ বছরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ও বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এ ছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে ।