এফসিপিএস মেডিসিন ২য় পর্বে মক টেস্ট স্থগিত
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস মেডিসিন দ্বিতীয় পর্বের মডেল টেস্ট (মক) স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী শনিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত বিসিপিএসের এফসিপিএস মেডিসিন দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতির জন্য ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য মক টেস্ট স্থগিত করা হয়েছে। উক্ত কোর্সে ইতিমধ্যে যাঁরা রেজিস্ট্রেশন করেছেন, তাঁদের কোর্স ফি–এর টাকা ফেরত প্রদানের জন্য রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য উল্লেখ করে অনারারি সচিব বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সাময়িক অসুধিার জন্য দুঃখিত।’