জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনকারীরা ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ করতে পারবেন।
এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক আবেদন শেষে আবেদনকারীদের আবেদন ফরম প্রিন্ট করে নির্ধারিত ফি বাবদ ৪০০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতি বা সরাসরি জমা দেওয়ার মাধ্যমেই ফি পরিশোধ করা যাবে। আবেদন ফরম কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ আগস্ট। এরপর কলেজগুলো আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ (প্রতি আবেদনকারী ৩০০ টাকা হারে) সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় ভর্তি ফান্ডে জমা দেবে। এই টাকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৪ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত। ফি জমা দিতে হলে সংশ্লিষ্ট কলেজকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো (প্রিলি.) অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড করে, তা প্রিন্ট করে নিয়ে সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্য শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে।