বাউবির পরীক্ষা পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা–২০২৪ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন ইনটোমোলজি, এমএস ইন অ্যাগ্রোনমি, এমএস ইন অ্যাকুয়াকালচার, এমএস ইন পোলট্রি সায়েন্সের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। বাউবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।