শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৬০৪টি কমেছে

বোর্ডে টানানো ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ছবি: খালেদ সরকার

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাস করেছে—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার কমেছে। এবার ১ হাজার ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থীই পাস করেছেন। আগের বছর এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ১ হাজার ৯৩৪টি। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৬০৪।

আজ বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এবার একজনও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০ গুণ বেড়ে হয়েছে ৫০। গতবার শূন্য পাস করা প্রতিষ্ঠান ছিল মাত্র ৫টি। অর্থাৎ এবার শূন্য পাস করা প্রতিষ্ঠান এবং শতভাগ প্রতিষ্ঠান মিলিয়ে পরিস্থিতির অবনতি হয়েছে।

আরও পড়ুন

এবার ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫। পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী।

বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) ডাউনলোড করা যাবে।

আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।