জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা গতকাল সোমবার বিকেল চারটায় প্রকাশিত হয়েছে।

ফলাফল পেতে শিক্ষার্থীদের (nu<space>athn<space>roll no) টাইপ করে ১৬২২২ নম্বরে এসএসএম করতে হবে। এর মাধ্যমে এবং ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে। প্রথম রিলিজ স্লিপে মোট ১ লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। এসব শিক্ষার্থীকে ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ভর্তি ফরম ৭ সেপ্টেম্বর ২০২২ মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।