প্রাইভেটে আলিম পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

২০২৪ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

গতকাল সোমবার থেকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রাইভেটে আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারিত। ২০১৯ সাল বা তার আগে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৪ সালের আলিম পরীক্ষায় প্রাইভেটে পরীক্ষা দিতে পারবেন। এ জন্য প্রাইভেট পরীক্ষার্থীদের ৭ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত মাদ্রাসার অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।

সারা দেশের ৮০টি মাদ্রাসা থেকে আগামী বছর প্রাইভেটে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

আরও পড়ুন

পরীক্ষার ফি

প্রাইভেটে আলিম পরীক্ষায় ১২০ টাকা ফি দিতে হবে পরীক্ষার্থীদের।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে প্রাইভেটে আলিম পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নিয়ম ও মাদ্রাসাগুলোর তালিকা তুলে ধরা হয়েছে।