ষষ্ঠ–নবমের ষাণ্মাসিক মূল্যায়নের সংশোধিত সূচি প্রকাশ

ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষের (২০২৪) মাধ্যমিক পর্যায়ের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বোরবার (২৬ মে) জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের এ সূচি সংযুক্ত করে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মাউশি।

আরও পড়ুন
আরও পড়ুন

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় মূল্যায়নের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন শিক্ষাক্রমের আলোকে সংশোধিক সূচি অনুযায়ী মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হবে আগামী ৩ জুলাই থেকে। মূল্যায়ন চলবে ৩০ জুলাই পর্যন্ত। কোনো বিষয়ের মূল্যায়ন কোন তারিখে হবে, তা এ সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।

*ষষ্ঠ থেকে নবমের সূচি দেখুন এখানে

আরও পড়ুন