প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল আজ রাতে প্রকাশ করা হবে।

জানা গেছে, গত সোমবার থেকে প্রকৌশল গুচ্ছের খাতা মূল্যায়নের কাজ শুরু হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ভর্তি কমিটির আমরা সবাই আলোচনার মাধ্যমে আজ রাতে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সব ঠিকঠাক থাকলে কিছুক্ষণের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। তিনি আরো বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সাথে খাতা মূল্যায়ন ও ফল তৈরির কাজ করে থাকি। সেজন্য ফল প্রকাশে কিছুটা সময় লাগছে।

পরবর্তী ভর্তি কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তা ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানান অধ্যাপক রফিকুল আলম।

এর আগে গত রোববার (৩ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত খ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ক গ্রুপে উপস্থিতির হার ছিল ৮০.৩ শতাংশ এবং খ গ্রুপে উপস্থিতির হার ছিল ৭২.৭৩ শতাংশ।

ফলাফল দেখা যাবে এই লিংকে