সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ফল নিরীক্ষণ ফি ১০০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের এ ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে।
সরকারি সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আগামী ১১ থেকে ২৪ জুলাই বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের ১১ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম নির্ধারিত ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) পাওয়া যাবে। যথাযথভাবে পূরণ করে ফরমের কপিসহ অফিস চলাকালে বিজ্ঞান অনুষদের অফিসে (কার্জন হল) জমা দিতে হবে।
অনলাইনে পূরণ করা বিষয়ের পছন্দক্রম, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের যেকোনো বিষয়ের জন্য প্রযোজ্য।
ফল নিরীক্ষণ ফি ১০০০ টাকা
ফল নিরীক্ষণ ফি এক হাজার টাকা। এ ফি দিয়ে ২ থেকে ৬ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এর আগে ১৭ জুন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।