কেমব্রিজ ইন্টারন্যাশনালের ‘ও’ লেভেলের ফল প্রকাশ
বাংলাদেশি শিক্ষার্থীদের ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল পরীক্ষার ফল (জুন সিরিজের) প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। গতকাল বুধবার এই ফল প্রকাশ করা হয়। এর আগে ১০ আগস্ট ‘এ’ লেভেলের ফলাফল প্রকাশ করা হয়েছিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিশ্বব্যাপী ৫ লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। এ বছর বাংলাদেশে ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল এবং ‘এ এস’ এবং ‘এ’ লেভেলে মোট ৩৬ হাজার ২৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান কেমব্রিজ ইন্টারন্যাশনাল। এ বছর ১৪৭টি দেশের ৫ হাজার ৬০০টি স্কুলে থেকে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী কেমব্রিজ ইন্টারন্যাশনালের সিরিজ পরীক্ষার জন্য আবেদন করেন। বাংলাদেশে ৮০টি বেশি স্কুল তাদের শিক্ষার্থীদের কেমব্রিজ প্রোগ্রাম এবং ডিগ্রি প্রদান করে।
ফলাফল প্রকাশের বিষয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক রড স্মিথ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা গত কয়েক বছর তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে কঠোর ধৈর্য ধারণ করেছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা আগামী দিনগুলোতে সব সুযোগ সঠিক ভাবে কাজে লাগাতে পারবে।’
কেমব্রিজ ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তাদের পরিশ্রম, পরিবার এবং সমাজের সমর্থন।