অনলাইন শিক্ষার অগ্রগতি ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনবে: শিক্ষামন্ত্রী

দেশ–বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অনলাইন সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

করোনাকালীন দেশের অনলাইন শিক্ষাব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। দেশ–বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনের (১৩-১৪ নভেম্বর) অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

গতকাল শুক্রবার বিকেল চারটায় সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিয়য়ে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সরকার সেদিকে জোর দিচ্ছে।

সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

এই সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার অধ্যাপকেরাসহ কয়েক শ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি