এসএসসি পরীক্ষা–২০২১: অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩৬. অর্থনীতির প্রতিটি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—

i. উৎসাহ

ii. প্রান্তিক চিন্তা

iii. প্রণোদনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে ও কার জন্য উৎপাদন—এগুলো কী ধরনের সমস্যা?

ক. উৎপাদনগত খ. বিনিময়গত

গ. নির্বাচনগত ঘ. বণ্টনগত

৩৮. কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে এ সমস্যা সমাধানের পর কোন প্রশ্নটি আসে?

ক. কীভাবে উৎপাদন করা হবে

খ. কার জন্য উৎপাদন করা হবে

গ. কী দামে বিক্রি হবে

ঘ. কাদের মধ্যে বণ্টন হবে

৩৯. কোন পদ্ধতিতে আপেক্ষিক চাহিদার ওপর উৎপাদনের বিন্যাস নির্ভর করে?

ক. নির্দেশমূলক পদ্ধতি

খ. প্রথাগত অর্থনৈতিক পদ্ধতি

গ. বাজার পদ্ধতি

ঘ. বৈজ্ঞানিক পদ্ধতি

৪০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত?

ক. ধনতান্ত্রিক খ. মিশ্র অর্থনীতি

গ. সমাজতান্ত্রিক ঘ. ইসলামি অর্থনীতি

৪১. সরকারি উদ্যোগে উৎপাদনকার্য চলে কোন অর্থব্যবস্থায়?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক

গ. ইসলামি ঘ. মিশ্র

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. গ ৪০. গ ৪১. খ